রাজউক উত্তরা এপার্টমেন্ট প্রজেক্ট(RUAP) এ লেক আইল্যান্ড-ঢাকা প্রকল্পের কর্পোরেট প্রোগ্রাম

17 hours ago

উত্তরার ১৮নং সেক্টরে অবস্থিত রাজউক উত্তরা এপার্টমেন্ট প্রজেক্ট(RUAP) এ লেক আইল্যন্ড লিমিটেড এর আবাসন প্রকল্প লেক আইল্যান্ড-ঢাকা প্রকল্পের উপর  একটি কর্পোরেট প্রোগ্রাম গত ৩ জুলাই ২০২৫ অনুষ্ঠিত হয়।  উক্ত অনুষ্ঠানে সন্ধ্যামালতী ভবনে সম্মানিত ফ্লাট মালিকগণ  ও এম এইচ গ্রুপ এর উর্ধতন কর্মকর্তাবৃন্ধ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত কর্পোরেট প্রোগ্রামে লেক আইল্যান্ড-ঢাকা প্রকল্পের বর্তমান অবস্থা ও ভবিষৎ পরিকল্পনা ও বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সাথে রাজউক উত্তরা এপার্টমেন্ট প্রজেক্ট(RUAP) এর অধিবাসীদের জন্য প্লট ক্রয়ের ক্ষেত্রে বিশেষ ডিসকাউন্ট অফার করা হয়।  প্রোগ্রামের শেষে উপস্থিত ব্যাক্তিবর্গের সাথে একটি প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়। 


রাজউক উত্তরা এপার্টমেন্ট প্রজেক্ট(RUAP) এর সম্মানিত ফ্লাট মালিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে প্রোগ্রামটি সম্পন্ন হয়।