Our Concern

Lake Island Limited

Lake Island Limited



ঢাকা! বসবাসের জন্য কাঙ্খিত একটি শহর। স্ব-নামে খ্যাত এই স্বপ্নীল শহরে কে-না থাকতে চায়! রাজধানীর বুকে একখন্ড নিষ্কণ্টক জমি বা একটি স্থায়ী ঠিকানা যা সকলেরই একটি স্বপ্ন। 

সকল শ্রেনী-পেশার মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে ঢাকায় নিষ্কণ্টক জমিতে নিরাপদ ও পরিকল্পিত আবাসন গড়ে তোলার প্রত্যয় নিয়ে "এম এইচ গ্রুপ" এর আন্তরিক প্রয়াস "লেক আইল্যান্ড- ঢাকা"।

 উত্তরা, মিরপুর ও গাবতলী সংলগ্ন বিরুলিয়ার লোকালয়ে সম্পূর্ণ নিষ্কণ্টক ও প্রাকৃতিক ভাবে উচুঁ জমিতে গড়ে উঠছে পরিবেশ বান্ধব অত্যাধুনিক আবাসন প্রকল্প "লেক আইল্যান্ড- ঢাকা"। উত্তরা মেট্রোরেলের ল্যান্ডিং স্টেশনের সন্নিকটে অবস্থিত এই প্রকল্পের পাশ দিয়ে নির্মিত হচ্ছে ৩০০ ফুট প্রশস্ত ওয়েস্টার্ন বাইপাস। প্রকল্পের অভ্যন্তরে ও চারপাশে থাকছে প্রশস্ত সংযোগ সড়ক, ব্রিজ যা এই প্রকল্পের অধিবাসীদের প্রাত্যহিক জীবনে এনে দিবে গতি।




বিস্তীর্ণ প্রাকৃতিক লেক পরিবেষ্টিত অপরূপ সৌন্দর্য্যে ঘেরা পরিবেশ। লেকের স্বচ্ছ পানিতে নীল মেঘের প্রতিচ্ছবি, গোধুঁলীর রক্তিম আভায় যেখানে জীবন হয়ে ওঠে রঙ্গিন। দূষণ ও কোলাহল মুক্ত ছায়াঘেরা পাখি ডাকা সবুজ গাছগাছালি, লেকের নির্মল টলমলে জল এ যেন সবুজে ঘেরা এক স্বপ্নীল জীবন।

শুধু আকাশ ছোঁয়া স্বপ্নই নয় ! নাগরিক সকল সুবিধা সম্বলিত এই প্রকল্পে সৌখিন ও রুচিশীল মানুষের নিরিবিলি ও আনন্দময় জীবনযাপন এবং বিনিয়োগকারীদের বিনিয়োগের সর্বোচ্চ মুনাফা বিবেচনা করে নিশ্চিত করা হয়েছে ভ‚মির বহুমুখী ও সর্বোত্তম ব্যবহার। তুলনামূলক সাশ্রয়ী মূল্যে এককালীন মূল্য পরিশোধে সাফ-কবলা রেজিস্ট্রেশন এছাড়া দীর্ঘমেয়াদী কিস্তির সুবিধা নিয়ে আপনিও হতে পারেন “লেক আইল্যান্ড-ঢাকা’র” আকর্ষণীয় প্লটের গর্বিত মালিক।

 

Business Contact

Office Address

House: 24, Road : 130, Gulshan-1, Dhaka

Phone Number

01755659949